আইপিএল থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার

কাগিসো রাবাডা। ছবি: রয়টার্স।

খেলার খবর ডেস্ক:দিল্লি শিবিরে বড় ধাক্কা। আইপিএল থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। আইপিএল শুরুর মাঝে রয়েছে মাত্র একদিন। সেই অবস্থায় রাবাডার পরিবর্ত পাওয়া রীতিমতো কঠিন। বিশেষ করে এই মুহূর্তে যে ফর্মে রয়েছেন তিনি তা দেখেই চার কোটি ২০ লাখে তাঁকে কিনে নিয়েছিল ডেয়ারডেভিলসরা। শামি কাণ্ড মিটিয়ে দলে ফিরলেও নতুন সমস্যার মুখে রিকি পন্টিংয়ের দল।

আইসিসির সেরা টেস্ট বোলারকে আপাতত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। রাবাডার পিঠের নিচে চোট রয়েছে। বৃহস্পতিবার প্রেস রিলিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা দলের ডাক্তার জানিয়ে দেন, ‘‘কাগিসোর লোয়ার ব্যাক স্ট্রেস রিঅ্যাকশন রয়েছে। যার জন্য ও তিন মাস অন্তত মাঠে নামতে পারবে না।’’ তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড চাইছে শ্রীলঙ্কা সিরিজের আগে সুস্থ হয়ে উঠুক রাবাডা।

আনন্দবাজারের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে জোহানেসবার্গেই পিঠের ব্যাথায় ভুগছিলেন তিনি। বারাডা বলেন, ‘‘আমাকে নিজের খেলা নিয়ে পরিকল্পনা করতে হবে। কারণ আমি আরও ১০-১৫ বছর খেলতে চাই। তাই কিছুটা সময় বিশ্রামও প্রয়োজন।’’ জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ রয়েছে। রাবাডা নিজেও সেই সিরিজে খেলতে চান।

শর্টলিংকঃ