আইজিপির দ্বারস্থ হলেন সাংবাদিক জাভেদ

গাইবান্ধা প্রতিনিধি :  দায়েরকৃত চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দ্বারস্থ হলেন গাইবান্ধা সাংবাদিক জাভেদ হোসেন। তিনি ঢাকা টাইমস ও চ্যানেল এস এর প্রতিনিধি এবং গাইবান্ধা মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সদস্য সচিব ।

জাভেদ হোসেন জানান, লীজকৃত জমি নিয়ে বিরোধের সূত্র ধরে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়। তিনি মামলাটি মিথ্যা হিসেবে দাবি করে অব্যাহতি পাওয়ার জন্য গত ২২ ফেব্রুয়ারী আইজিপির নিকট একটি আবেদন করেন।

এতে উল্লেখ করা হয়, জাভেদ হোসেনের বাবা মৃত: নিজাম উদ্দিন ১৯৮৫ সালে গণপূর্ত তৎকালিন বিল্ডিং ডিভিশন থেকে র্৬ বাই ১র্০ একটি দোকান ঘর লিজ নেয়। যা পুরাতন জেল খানার (বর্তমানে বিয়াম ল্যাবরেটরি স্কুল) পশ্চিম পাশের্^ অবস্থিত। তার পাশে পুরাতন জজ কোর্ট তৎকালিন মোনসেফ কোর্ট-এর জায়গায় মাহাবুবুল আলম নামে জনৈক এক ব্যক্তির মারিয়া বেকারী নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। ৫ ফেব্রুয়ারী মাহাবুবুল আলম ও তার লোকজন তাদের দোকানের পিছনের জায়গা প্রাচীর দিয়ে দখলে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় জাভেদ হোসেনের অভিযোগের প্রেক্ষীতে পুলিশ কাজ বন্ধ করে এবং উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় ডাকেন।

কিন্তু মাহাবুবুল আলম থানায় না এসে পুনরায় দখল দারিত্ব শুরু করেন। দ্বিতীয় দফায় এ ঘটনায় পুলিশকে ডেকেও আর সাড়া পাওয়া যায়নি । নিরুপয় হয়ে তাদের দখল দারিত্বের কাজে বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন সাংবাদিক জাভেদের ছোট ভাই জিহাদ । এতেও ক্ষান্ত হননি মাহাবুবুল আলম। তিনি কুপিয়ে জখম করার পর সাংবাদিক পরিবারের বিরুদ্ধে পাঁচলাখ টাকা চাদাঁবাজির অভিযোগ এনে মামলা করছেন। এ প্রসঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেও মাহাবুবুল আলমকে পাওয়া যায়নি। সদর থানার ওসি খাঁন মো. শাহারিয়ার বলেন, মামলাটি তদন্তের কাজ চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করতে অস্বীকার করেন ওসি।

শর্টলিংকঃ