বগুড় : বগুড়ায় অভিয়ান চালিয়ে দুটি মামলা সাজাপ্রাপ্ত ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গুলিভর্তি পিস্তুলসহ গ্রেফতার করেছে। মঙ্গলবার (৬ মার্চ)রাতে বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকার বোর্ড বাজার থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী সদর উপজেলার তেলিহারা দক্ষিনপাড়ার ও বর্তমানে শহরের সুত্রাপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে রকিবুল ইসলাম ওরফে রুনু(৪০)। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী বগুড়া সদর থানায় ৮ বছর ও জয়পুরহাটের ১০ বছর অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
বগুড়া গোয়েন্দা(ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর এ আলম সিদ্দিকী বুধবার দুপুরে নিজ কার্যালয়ে জানান, নবাগত পুলিশ সুপারের নিদের্শে তার নেতৃত্বে পুলিশের চৌকিস দল অভিযান চালিয়ে মঙ্গলবার দিনগত রাতে একটি বিদেশী পিস্তুল, ৪ রাউন্ডগুলি ও একটি ম্যাগজিনসহ রকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রকিবুলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অবৈধ অস্ত্র রাখার দায়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।