ডেক্স রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে করেছে বিএনপি। বিক্ষোভের সময় পুলিশ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করার কথা জানালেও দলটির দাবি গ্রেফতার করা হয়েছে অর্ধশতাধিক। এদিকে, একই দাবিতে সোমবার থেকে অবস্থান ধর্মঘট ও অনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
এর আগে বিএনপি রাজধানীর পুরানা পল্টন এলাকার বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। দৈনিক বাংলা মোড় হয়ে ফকিরাপুল এলাকার দিকে মিছিলটি এগুতে থাকলে পানির টাংকির সামনে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় ৭ থেকে ৮জন কর্মীকে আটক করা হয়। বিজয়নগর এলাকায় মিছিলের চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভটি। সেখান থেকে ১জনকে আটক হন।
দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করে বলেন, নির্যাতন চালিয়ে অন্যায়ভাবে দলীয় কর্মীদের আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় পরবর্তী কর্মসূচী ঘোষণা করেন তিনি। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ কর্মসূচী অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান বিএনপির এ নেতা।