
ঢাকা: ময়মনসিংহ সিটি করপোরেশন করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার (০২ এপ্রিল) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংষ্কার) এনএম জিয়াউল আলম সাংবাদিকদের এ কথা জানান।