দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, মুক্তমনা লেখক অধ্যাপক ড. জাফর ইকবালের হত্যা প্রচেষ্টার প্রতিবাদে রোববার গাইবান্ধায় ১নং ট্রাফিক মোড়ে প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, আহম্মদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাযহার উল মান্নান, উদীচী জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, জেলা জেএসডি সভাপতি লাসেন খান রিন্টু, বাসদ নেতা মোস্তফা মনিরুজ্জামান, জাসদ নেতা জিয়াউল হক জনি, বিশিষ্ট সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, প্রগতিশীল নাগরিক সমাবেশের সদস্য সচিব কৃষিবিদ ছাদেকুল ইসলাম গোলাপ, বাকবিশিস নেতা নেয়ামুল আহসান পামেল, জেলা মহিলা পরিষদ সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জন উদ্যোগ সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসমানী আকতার, গণ জাগরণ মঞ্চের সংগঠক সজীব রঞ্জন চাকী পলাশ, নীলাভ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বার বার দেশের মুক্তমনা লেখক, বুদ্ধিজীবিদের উপর এ হামলা দেশের প্রগতিশীল শক্তিকে দুর্বল তথা মেধাশূন্য করার ষড়যন্ত্রেরই অংশ। তারা বলেন, জাফর ইকবালের উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। ১৯৯৯ সালে যশোরে উদীচীর সম্মেলনে হত্যাকান্ডের মধ্যদিয়ে প্রতিক্রিয়াশীল শক্তির যে ভয়াবহতা সুচনা হয়েছিল এটি তারই ধারাবাহিকতা। বক্তারা অবিলম্বে^ জাফর ইকবালের হত্যা প্রচেষ্টার সাথে জড়িত ফয়জুলসহ নেপথ্যের সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।